ময়মনসিংহে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে হাজারো শিক্ষার্থীদের উপস্থিতিতে ময়মনসিংহ শহরে বিশাল জনসংযোগ ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে ময়মনসিংহের টাউনহল এলাকায় একত্রিত হতে থাকে শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রায় হাজারখানেক শিক্ষার্থীদের উপস্থিতিতে মিছিল বের করেন তারা। এসময় শহরের প্রধান সড়কগুলোতে ময়মনসিংহ নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে গণসমাবেশে অংশ নেয় তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমার ভাই আহত কেনো? প্রশাসন জবাব চাই। আমার বোন আহত কেনো? প্রশাসন জবাব চাই। একাত্তরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার। ভুয়া প্রশাসন, ভুয়া ভুয়া। ভাইয়ের বুকে বুলেট কেনো? প্রশাসন জবাব চাই। দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। কবি নজরুলের বাংলায়, বৈষম্যের ঠাই নাই।
শিক্ষার্থীরা আরও বলেন, আমার ভাই-বোনদের উপর নৃশংস হামলার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মাত্র এক ঘন্টার নোটিশে আজকে আমরা হাজার হাজার শিক্ষার্থীরা একত্রিত হয়েছি। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু হটবো না। কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর উপর হামলা হলে তার জবাব দেয়া হবে।
এসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, সৈয়দ নজরুল কলেজ সহ ময়মনসিংহের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।