নরসিংদীর রায়পুরায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রায়পুরা উপজেলা শাখার জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় রায়পুরা অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির রায়পুরা পূর্ব সাংগঠনিক থানা সভাপতি জোনাঈদ হোসেনের সভাপতিত্বে ও রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা সভাপতি মোঃ ফাহাদ রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ রাকিবুল ইসলাম, নরসিংদী শহর শাখা সেক্রেটারি ইয়াসিন আরাফাত, রায়পুরা সদর সাংগঠনিক থানা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।
এসময় আরো বক্তব্য রাখেন রায়পুরা সদর সাংগঠনিক থানা জামায়াতের সেক্রেটারি মোঃ ইসমাঈল হোসেন, অফিস সম্পাদক মোঃ সাইদুজ্জামান ভূইয়া, রায়পুরা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, আতিকুর রহমান জুনুন, রায়পুরা পূর্ব সাংগঠনিক থানা শিবিরের সাবেক সভাপতি সাহেদুল ইসলাম আলম ও ইখতিয়ার উদ্দিন মিঠু সহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।