চুনারুঘাটে গৃহবধুকে হত্যার অভিযোগ❗
- আপডেট সময় : ০৩:২৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
চুনারুঘাটে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূ সানজানা সুলতানা তন্নী (১৯) কে হত্যা হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে উপজেলার দক্ষিন নরপতি গ্রামের কোনাপাড়া মুন্সিবাড়িতে ঘটনাটি ঘটে।
জানা যায়, ২০২৩ সালের ১০ নভেম্বর চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আনোয়ার আলীর মেয়ে সানজানা সুলতানা তন্নীর সাথে একই উপজেলার ৬নং (সদর) ইউনিয়নের নরপতি গ্রামের কোনাপাড়া মুন্সিবাড়ীর আঃ গনি মিয়ার পুত্র তোফাজ্জল হোসেন অনিক এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী অনিক ও তাদের পরিবার আত্মীয় স্বজন এমন কি একটি চক্র গৃহবধূ তন্নী কে বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে। তার স্বামী বেকার হওয়ায় কয়েকবার শ্বশুরবাড়ী থেকে যৌতুক হিসাবে টাকা নেয়। তার স্বামী অনিক এর আত্মীয় ও প্রতিবেশী কয়েকজন লোকের কু-পরামর্শে তন্নীর উপর নির্যাতন চালায়। বিষয়টি তন্নী তার বাবার বাড়িতে অবগত করলে তারা তাকে ধৈর্য্য ধরে সংসার করার পরামর্শ দেন।
আরো জানা গেছে, এরই মধ্যে তন্নীকে চরম পর্যায়ে নির্যান শুরু করে তারা। শেষ পর্যন্ত ১ জুলাই সোমবার দুপুরে তাকে হত্যা করে স্বামী তোফাজ্জল হোসেন অনিক ঘরের ফ্যানের ঝুলিয়ে রাখে। পরে তার বাবার বাড়িতে খবর দেয়া হয়। খবর পেয়ে নিহত তন্নীর চাচা গাজিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বাবুল মিয়া, তার বাবা আনোয়ার আলী ও চাচাত ভাই জহিরুল ইসলাম রবিন তন্নী’র স্বামীর বাড়িতে ছুঠে যান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তন্নীর লাশ উদ্ধার করে সুরতহাল করে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করে তন্নীর বাবার বাড়িতে দাফন সম্পন্ন হয়।।