তাড়াইল উপজেলা প্রসাশনের উদ্দোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত
- আপডেট সময় : ০৬:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
কিশোরগন্জের তাড়াইল উপজেলায় ১২ই রবিউল আওয়াল আরবি ইংরেজি ১৬ই সেপ্টেম্বর রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় ঈদে মিলাদুন্নবী সাঃ জন্মদিন উপজেলা হল রুমে পালিত হয় এতে সারুয়ার হোসেন এর সঞ্চালনায় সভাপতি হিসাবে
উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বক্তব্য রাখেন তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদ্রাসার নাজেম মাওলানা লৎফর রহমান তাড়াইল উপজেলা জামে মসজিদের ইমাম মাও ফরিদ উদ্দিন ও
মাএ শরিফ বক্তারা বলেন মহানবী হজরত মোহম্মদ সঃ ওনার জন্ম ছিল বিশ্ব বাসির জন্য রহমত স্বরূপ যখন পুরু বিশ্ব অস্তির সময় পার করছিল মানুষের মাঝে ন্যায় অন্যায় পাপ পুন্যের বোদ লোপ পেয়েছিল,, প্রভাব শারীরা সমাজের নিন্ম বৃত্তদের
উপর অত্যাচারের খড়গ চালাত,নিজেদের সবার সেরা মনে করত সমাজের প্রতিটা স্তরে শ্রেনী বৈষম্য তৈরী হয়েছিল, নারীদের মনে করা হত সমাজ ও পরিবারের বোঝা ও লজ্জার কারন লজ্জার দাগ মুছতে কন্যা সন্তানদের জীবিত পুতে দেওয়া হত
এমন সংকট ময মুহুর্তে আল্লাহ তায়ালা রহমত স্বরূপ ৫৭০ খৃস্টাব্দে ১২ ই রবিউল আওয়াল সোমবার প্রেরন করেন বিশ্ব নবী হজরত মোহম্মদ সঃ কে তিনি দুনিয়ায় এসে বর্ন বৈষম্য দুর করলেন জানালেন তোমাদের রব আল্লাহর কাছে প্রভাব
প্রতিপত্তর বা বিশেষ কোন বর্নের প্রধান্য নাই তিনি সবাইকে ভালবাসেন তাখওয়া ও খোদা ভক্তির মাধ্যমে আলোচনা শেষে সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন তবারক বিতরন করেন।