দ্বিতীয় ধাপে একাদশে আবেদন শুরু, আবেদন করতে পারবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৫:১৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম দফায় আবেদনে করেও কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। সেই আবেদনপ্রক্রিয়া শুরু হবে আজ রোববার থেকে (৩০ জুন)। একাদশে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও এখন আবেদন করতে পারবেন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ পেয়েছে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।
এবার তিন ধাপে আবেদন
এবার তিন ধাপে আবেদন নেওয়া হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা আগেই প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারণ করা হয়েছে কলেজে সর্বোচ্চ ভর্তি ফি। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি হয়। আগের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।