আগামী রাষ্ট্রগঠনে তারেক রহমান এর ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
শুক্রবার(১৩ সেপ্টেম্বর)নরসিংদীর মনোহরদীতে দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি সামছুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির বর্তমান স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক
আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আবদুল খালেক,জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদল হক,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাসেত মোল্লা ভুট্টু,উপজেলা ছাত্রদলেশর সাবেক আহবায়ক ও জেলা ছাত্রদলের বর্তমান যুগ্ম-আহ্বায়ক সাম্মির রহমান টিপু,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও
উপজেলা সেচ্ছাসেবক দলের বর্তমান সিনিয়র যুগ্ম-আহবায়ক শাফি উদ্দীন আকন্দ করুন প্রমূখ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।