কসবায় বিএনপির জনসভায় জননেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।
- আপডেট সময় : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির জনসভা অনুষ্টিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার বিকালে উপজেলার বায়েক ইউনিয়নের বন্যা পরবর্তী পুনবার্সন পরিকল্পনা বিষয়ে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির
বক্তৃতা করেন কসবা-আখাউড়া আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া।
বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য জনাব বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট ফখর উদ্দিন খান,
উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শরীফুল হক স্বপন, কসবা পৌর বিএনপি শরীফুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আইয়ুম খান, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বশির চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ ছানাউল্লাহ,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুল হক ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপনসহ অন্যরা। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের
নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জননেতা আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া অভিযোগ করে বলেন, স্বেরাচার আওয়ামী লীগের সরকার বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষকে হত্যা করেছে। নির্যাতন করেছে,
গুম করেছে। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা কথা বলতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেলে পালিয়েছে। গত ১৫ বছরের বিএনপি, যুবদল,
ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে গণতন্ত্র ফিরে এসেছে। সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। কবির আহমেদ ভূইয়া নিজেও
গুমের শিকার হয়েছিলেন বলে জানান। কিন্তু মিডিয়ায় দ্রুত তার গুমের খবর ছড়িয়ে পড়ায় তিনি তাকে ছেড়ে গুমকারীরা।