সংবাদ শিরোনাম ::
কাজী মনিরুজ্জামান বিজিএমইএ’র সভাপতি হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আবু মাছুম ও আজিম সরকার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ম্যাক্স সুয়েটার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স
অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সম্মিলিত পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মুহাম্মদ মাছুম ও রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আজিম সরকার এবং বীর
মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানকে পূনরায় বিজিএমইএ’র সভাপতি করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু মোহাম্মদ
মাছুম ও আজিম সরকার । ২০০৩ সালে তিনি বিজিএমইএ’র সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। গত ৭অক্টোবর সোমবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভায় বিজিএমইএ’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রেদওয়ান আহম্মেদ এ ঘোষণা দেন।
বীর মুক্তিযোদ্ধা কাজী মনিজ্জামানের বাড়ি রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ রূপসী গ্রামে। তিনি ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত হয়ে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে
নারায়ণগঞ্জ (১) রূপগঞ্জ থেকে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।