সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে হাতির আক্রমণে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু:হাতিসহ মাহুত আটক।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
মোঃ শাহীন মিয়া (কিশোরগঞ্জ প্রতিনিধি)
কিশোরগঞ্জে হাতির আক্রমণে মো. মাসুদুর রহমান মাসুদ ৪৫ নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের নগুয়া এলাকায় হাতির আক্রমণের শিকার হন মাসুদ। নিহত মো. মাসুদুর রহমান মাসুদ নগুয়া বাসস্ট্যান্ড এলাকার এআর ফার্মেসির স্বত্বাধিকারী ও ইবনে সিনা কোম্পানির সাবেক এরিয়া ম্যানেজার ছিলেন। মাসুদুর রহমানের মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরগঞ্জ জেলা শহরের নিজ বাড়ির পথে রওনা দিয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। মঙ্গলবার রাতে বাদ এশা আখড়াবাজার মদনী মসজিদে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে জানা গেছে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হাতির আক্রমনে একজনের মৃত্যু হয়েছে। এই ব্যাপারে হাতির মাহুত রিয়াজুলকে আটক করা হয়েছে। রিয়াজুলের বাড়ি গোপালগঞ্জ জেলায়।