কুষ্টিয়া সংবাদপত্র রক্ষা কমিটি গঠন ও কর্মসূচি ঘোষণা
- আপডেট সময় : ০৪:৪১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৯৩ বার পড়া হয়েছে
রুবেল রানা,
জেলা প্রতিনিধি,কুষ্টিয়া।
বর্তমান মিডিয়াবান্ধব শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করতে কোন তদন্ত ছাড়াই এবং জেলা প্রশাসক, পুলিশ সুপারের মতামত ছাড়াই কুষ্টিয়ার ৩৪ টি স্থানীয় পত্রিকা বাতিল করেছে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর। তথ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনুর কুষ্টিয়ার বাঁকা নজরে পড়া সংবাদপত্রগুলো বাতিল হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। বিভিন্ন সময় জাসদ গণবাহিনীর বিরুদ্ধে যে সংবাদপত্রে নিউজ ছাপা হয়েছে তারাই রোষানলে পড়েছে।
দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবকে আহবায়ক করে ৩৪ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া সংবাদপত্র রক্ষা কমিটি গঠন করা হয়। ৭ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় নিয়মিত প্রকাশিত পত্রিকাগুলো কেন এবং কি কারনে বাতিল হয়েছে তার জবাব দিতে পারেনি জেলা প্রশাসন।