গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ৪৯তম শোক দিবস পালন।
- আপডেট সময় : ০৮:২৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক দিবস পালিত হয়েছে। দিনটি যথাযথ ভাবে পালন উপলক্ষে বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ
বেদিতে গোপালগঞ্জ জেলা আওয়া মীলীগের সভাপতি মাহাবুব আলী খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম এর নেতৃত্বে দলটির সকল নেতৃবৃন্দ একত্রে প্রথমে পুষ্প স্তবক অর্পণ
করে শ্রদ্ধা জানানো হয় শেখ হাসিনর পক্ষে। এরপর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠন পুষ্পস্তব অর্পণ করে শ্রদ্ধা জানায়।এরপর সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতা-কর্মী ও
সর্ব সাধারণের।তারা শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালোপতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা ধারণ করেন কালো ব্যাচ। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দীন আজম,যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার
সম্পাদক নজরুল ইসলাম উপ-প্রচার আশিকুজ্জামান চৌধুরি শিমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ
খান, কাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবীর, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, মাহামুদ রাসেল, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ,তথ্য ও গবেষনা সম্পাদক
মোঃ সিহাব উদ্দিন মোল্লা, থানা যুবলীগ সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি, সাধারণ সম্পাদক ফিরোজ, আজাদ, শহর যুবলীগের আহ্বায়ক মো. মাহামুদ হাসান জামাল। জেলা ছাত্র লীগের সভাপতি নিউটন ও সাধারণ
সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ সহ জেলার সকল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ নেতা কর্মীরা।