গোপালগঞ্জের সাতপাড়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৪ অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১২:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাতপাড় শ্রী শ্রী রাধা মাধব নামহট্র মন্দিরে (ইস্কন অনুমোদিত)উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা -২০২৪ মহোৎসব এর আয়োজন করা হয়।
রথযাত্রা মহোৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর বিশ্বস্ত গাজী মঞ্জুরুল ইসলাম।
মুক্তিদাতা গৌরাঙ্গ দাসের সভাপতিত্বে রথযাত্রাটির সার্বিক পরিচালনায় ছিলেন ঢাকার শ্রী সুমন সাহা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রী প্রশান্ত রায় দীক্ষিত ধীর শ্যাম দাস বাংলাদেশ (ইসকন) দীক্ষিত অন্যতম সদস্য ও সহ-সভাপতি শ্রী শ্রী রাধামাধব নামহট্র মন্দির।
রথ যাত্রায় আরো উপস্থিত ছিলেন, সাতপাড় ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি, ডা. এসকে মালাকার সহ আরো অনেকে।
নীলাচল-নিবাসায় নিত্যায় পরমাত্মানে। বলভদ্র-সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ পাঠ করে প্রতি বছরের ন্যায় এবারও শ্রীশ্রী রাধা মাধব মন্দির (ইস্কন অনুমোদিত) সাতপাড় -এর উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আগামী ৭ জুলাই ২০২৪ খ্রি. (২২ আষাঢ় ১৪৩১ বাঃ), রোজ রবিবার (রথযাত্রা) আরম্ভ করে ১৫ জুলাই ২০২৪ খ্রি. (৩০ আষাঢ় ১৪৩১ বাঃ), সোমবার (উলটো যাত্রা) করে সমাপ্ত করবেন তারা।
৮ দিন ব্যাপী এই শ্রী শ্রী জগন্নাথ বলদেব শুবদ্রাদেবীর রথযাত্রা মহোৎসবের আয়োজন করে শ্রী শ্রী রাধামাধব নামহট্ট মন্দির সাতপাড় কলেজপাড়া, গঙ্গাঘাট, গোপালগঞ্জ সদর।