সংবাদ শিরোনাম ::
চাঁদের বুড়ি
আহমেদ আশিক
- আপডেট সময় : ০৩:৩৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
ঐ আকাশে মেঘ জমেছে
মেঘের গায়ে রোদ,
একটু যদি রাগ করে সে
কান্না করে খুব।
রাতের বেলায় চাঁদের বুড়ি
বসে টানে নাটাই,
যদি না হয় অভিমানী
জোৎস্না দিয়ে সাজায়।
জোৎস্না তুমি অভিমানী
বড্ড করো রাগ,
একটু খানি হাসলে জানি
আঁধারের মাঝেও সাজ।
আঁধার কালো মেঠো পথে
বড্ড লাগে ভয়,
চাঁদের বুড়ি দেখি ঘড়ি
রাত পোহালেই জয়।