চৌহালীতে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস, ১ জেলের কারাদণ্ড।
- আপডেট সময় : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
মোঃ শাকিল আহমেদ (বিশেষ প্রতিনিধি)
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে অভিযান পরিচালনা করা হয়।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের নির্দেশনা মোতাবেক উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে আনুমানিক ২১৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ৩ টি কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬৮ হাজার টাকা।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বাধা প্রদান এবং অবৈধ জাল সংরক্ষণের কারণে ১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তর চৌহালীর ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম সহ চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ।
মৎস্য সম্পদ সুরক্ষায় এবং জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।