ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।
- আপডেট সময় : ০৪:৪৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
রাজশাহীতে গত ৫ আগস্ট ছাত্রদের উপড়ে আওয়ামীলীগের সন্ত্রাসী হামলা ও সারাদেশে হাসিনা ও ওবায়দুল কাদেরর ইশারায় যত হামলা হয়ছে তার প্রতিবাদে রাজশাহী তে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান
কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ আগষ্ট ২০২৪ বিকাল ৪ টায় ছোট ছোট মিছিল নিয়ে সিটি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ডের যুবদল কর্মীরা রাজশাহী মহিলা কলেজের সামনে একত্র হন। এরপর রাজশাহী মহানগর যুবদল সদস্য সচিব- রফিকুল
ইসলাম রবির নেতৃত্বে মিছিলটি বড় আকারে সোনাদিঘীর মোর দিয়ে সাহেব বাজার হয়ে কুমার পাড়া থেকে বিএনপি এর কার্যলয়ের সামনে ভুবন মোহন পার্কে অবস্থান নেয়। এর পর রাজশাহী মহানগর স্বেচ্ছা সেবক
দলের একটি মিছিল এসে যুক্ত হয়।
এরপর রাজশাহী মহানগর যুবদল সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বক্তব্য দেই, প্রথমে আমি রাজশাহীর ৩ শহীদ শহ দেশের প্রতিটা শহীদের জন্য শ্রদ্ধা ও তাঁদের যেনো মহান আল্লাহ্ তায়ালা জান্নাত নসিব করে
সেই দোয়া করি। এর সাথে আল্লাহ্ যেনো প্রতিটা খুনীর বিচার দ্রুত করে সেই দোয়া করি। আপনারা জানেন আল্লাহ্ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আজ নয়ত কাল তারা আইন এর হাতে আসবেই কয়দিন পালিয়ে
থাকবে। ৫ আগস্ট আমার দেশের ভবিষ্যৎ ১৯ ছাত্র গুলী খেয়েছে আলুপোর্টি তে আরও কয় এক ভাই কে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়েছে। এগুলি লীগের কোনো কোন সন্ত্রাসী আর কোন কোন বোয়ালিয়া থানার
পুলিশ করেছ আমরা সবই জানি সময় হলেই তাদের চেহেরা জনগণের সামনে তুলে ধরবো।
তিনি আরও বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি । এই মান আমাদেরই রাখতে হবে। বিদেশ বসে থেকে হাসিনা এখন হিন্দু মুসলিম এর ভেদাভেদ করতে চাই কিন্তু আমরা রাজশাহী বাসী সব
সময় ভাই বোন হিসেবে চলেছি রাজশাহীতে। ধর্ম যার যার উৎসব সবার মানিয়ে চলেছি। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে সাথে কিছু টোকাই লীগের দেওয়া কিছু টাকার বিনিময়ে রাতে ডাকাতির চেস্টা করছে তাদের
থামাতে হবে। আমরা সবাই রাতে ডিউটি করবো এলাকায়, মন্দিরে আর রাস্তায় । রাস্তায় চেক পোষ্ট বসিয়ে রাখতে হবে যেনো রাজশাহীতে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজকে ধংস করতে না পারে। কেউ যেনো রাতের
আধারে অস্ত্র পারাপার করতে না পারে এগুলি আমাদের দেখতে হবে। প্রশাসন এখনও দাঁড়িয়ে উটতে পারেনাই তাই দেশ রক্ষা ছাত্রদের পাশে আমরা থাকবো। আমাদের বিএনপি এর নাম ভাঙিয়ে যাঁরা লুট, হামলা,
দখল ও চাদাবাজী করবে তাদের আমরা ধরে আর্মির হাতে তুলে দিব । আমরা কেউ আইন হাতে নিবো না।
রফিকুল ইসলাম রবি আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি শহীদের নামে রাজশাহীর ৪ টা স্থানের নাম পরিবর্তন করবো সেটার কাজ চলছে। আলুপট্টি মোড় এখন হবে শহীদ
আলী রায়হান চত্বর, সাগরপাড়া বটতলার মোড় হবে শহীদ শাকিল চত্বর, ভদ্রার মোড় হবে শহীদ সাকিব আনজুম চত্বর আর তালাইমারীর নাম হবে বিজয় ২৪ চত্বর। আমরা ছাত্রদের সমস্ত সাপোর্ট দিবো যেনো
তদের প্রতি কোনো হামলা না হয়। এই বলে তিনি বক্তব্য শেষ করেন ।
উত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল, রাজশাহী মহানগরের যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি , মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মিন্টু, যুগ্ম আহ্বায়ক কামরুল জামান মিলন, সদস্য জুয়েল রানা,
পিয়ারুল ইসলাম পিন্টু সহ শতাধিক নেতা ও কর্মীরা।