জলাবদ্ধতায় শ্রীপুর,বাড়ছে পানিবাহিত রোগ
- আপডেট সময় : ১০:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
বর্ষাকাল বিদায় নিয়ে শীতের আবহ শুরু হলেও মাগুরার শ্রীপুর সদরের নতুন বাজার এলাকা এখনো জলাবদ্ধ। এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছে ওই এলাকার অন্তত ১৫টি পরিবার।জানা যায়, সামান্য বৃষ্টি
হলেই এই এলাকায় জমে হাঁটুসমান পানি। ভারী বর্ষণে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। জলাবদ্ধতার কারণে বেড়েছে মশা-মাছির প্রকোপ, সেইসঙ্গে বাড়ছে পানিবাহিত রোগ। গত দুই মাস আগে হওয়া অতি বৃষ্টিতে নতুন বাজার
এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গলে-পচে যাওয়া ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে পানিতে, তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। চলাচলের সময় তাই মানুষ নাক ঢেকে এসব স্থান পার হতে হচ্ছে। এ ছাড়া
দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। একই সঙ্গে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
উক্ত এলাকার একজন মহিলা জানান , জমি কিনে বাড়ি করেছি। এখানে একটু বৃষ্টি হলেই চারপাশের পানি গড়িয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি আটকে থাকায় মশার উপদ্রব বেড়েছে, ডেঙ্গুজ্বর হতে পারে এ আতঙ্কে আছি। সরকারের
পক্ষ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে আমাদের খুব সুবিধা হতো।