টুঙ্গিপড়ায় বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজির জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন

- আপডেট সময় : ১০:২২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

টুঙ্গিপড়ায় বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজির জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে ডিআইজি বরিশাল রেঞ্জ জনাব ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার সকাল ১০.৫০ মিনিটে টুঙ্গিপাড়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিগোত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলি আফিফা (পিপিএম) , বরিশাল জেলার পুলিশ সুপার অহিদুল ইসলাম ( বিপিএম ), পিরোজপুর জেলার পুলিশ সুপার শরিফুল ইসলাম (পিপিএম), গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) উখিংমে, টুঙ্গিপাড়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। পরবর্তীতে প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
তিনি জাতির পিতার সমাধিসৌধে কিছু সময় নিরবে দাঁড়িয়ে দোয়া পাঠ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মৃতি বিজড়িত হিজলতলা ঘাট সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।