ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক ইজারায় নদী দখল ; অবৈধ পন্থায় বালু উত্তোলন।। নান্দাইলে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মামুনের মতবিনিময় সভা চির অবিশ্বাসী নারীচির অবিশ্বাসী নারী নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৯ বছরেও চালু হয়নি ঢাকামুখি যান চলাচল নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৯ বছরেও চালু হয়নি ঢাকামুখি যান চলাচল ভৈরব পঞ্চবটীতে প্রতিবেশীর বাসার ওয়্যারড্রোবে মিললো নিখোঁজ শিশুর মরদেহ ভৈরবে কার্ভার ভ্যান ও সিএনজির সংঘর্ষে ৫ জন নিহত তাড়াইল উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের কমিটি অনুমোদন । রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা ধনবাড়ীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু, অপেক্ষা ফুরাবে এক বছরের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ২৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত বছরের এ সময় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা পিছিয়ে যায় এক বছর।

এরপর কয়েক দফায় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে অবশেষে আজ (১ অক্টোবর) সে কাঙ্ক্ষিত দিন ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা গেটের বাইরে অপেক্ষা করছেন ভর্তি পরীক্ষাতে বসার জন্য। বিলম্বে হলেও ভর্তি পরীক্ষা দিতে আসায় উচ্ছাস প্রকাশ করেন তারা। তারা বলছেন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মুখিয়ে আছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাবির বিভিন্ন ছাত্র সংগঠন, জেলা সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ভর্তিচ্ছুদের তথ্য প্রদানসহ নানানভাবে সহযোগিতা করতে দেখা যায়। রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসন সংখ্যা ১ হাজার ৮১৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ দশমিক ৯৯ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ঢাবিতে পরীক্ষা দেবেন ৫৮ হাজার ৬০৩ জন, চবিতে ১১ হাজার ২১৭ জন, রাবিতে ১৪ হাজার ৩২৮ জন, খুবিতে ৮ হাজার ৯২২ জন, শাবিপ্রবিতে ৩ হাজার ৩০৫ জন, বেরোবিতে ১০ হাজার ৩৫১ জন, ববিতে ৩ হাজার ৪২৫ জন, বাকৃবিতে ৭ হাজার ৮০৬ জন।

উল্লেখ্য, এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ৭১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। এছাড়াও খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন, গ ইউনিটের ১২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন, ঘ ইউনিটে ১৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু, অপেক্ষা ফুরাবে এক বছরের

আপডেট সময় : ০৪:৫৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১

গত বছরের এ সময় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা পিছিয়ে যায় এক বছর।

এরপর কয়েক দফায় ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে অবশেষে আজ (১ অক্টোবর) সে কাঙ্ক্ষিত দিন ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা গেটের বাইরে অপেক্ষা করছেন ভর্তি পরীক্ষাতে বসার জন্য। বিলম্বে হলেও ভর্তি পরীক্ষা দিতে আসায় উচ্ছাস প্রকাশ করেন তারা। তারা বলছেন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মুখিয়ে আছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাবির বিভিন্ন ছাত্র সংগঠন, জেলা সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ভর্তিচ্ছুদের তথ্য প্রদানসহ নানানভাবে সহযোগিতা করতে দেখা যায়। রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসন সংখ্যা ১ হাজার ৮১৫টি। সেক্ষেত্রে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ দশমিক ৯৯ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ঢাবিতে পরীক্ষা দেবেন ৫৮ হাজার ৬০৩ জন, চবিতে ১১ হাজার ২১৭ জন, রাবিতে ১৪ হাজার ৩২৮ জন, খুবিতে ৮ হাজার ৯২২ জন, শাবিপ্রবিতে ৩ হাজার ৩০৫ জন, বেরোবিতে ১০ হাজার ৩৫১ জন, ববিতে ৩ হাজার ৪২৫ জন, বাকৃবিতে ৭ হাজার ৮০৬ জন।

উল্লেখ্য, এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ৭১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। এছাড়াও খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন, গ ইউনিটের ১২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন, ঘ ইউনিটে ১৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী।