দীর্ঘ ১৭ বছরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ১১:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রনায়ক ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলীয় নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের
দাবিতে এবং আগামীর নির্বাচনি রোড ম্যাপ অতি শীঘ্রই ঘোষণা করার দাবিতে বোয়ালিয়া থানা পশ্চিম ও পূর্ব আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেন রাজশাহী মহানগর
বিএনপি ও অঙ্গ – সহযোগী সংগঠন।
৩১ অক্টোবর বৃহষ্পতিবার বিকাল ৪.০০ টায় রাজশাহী ভুবন মোহন পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । এর পর সেখান থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্র বিশাল মিছিল
বের করে। মিছিলটি নগরীর ভূবন মোহন পার্ক থেকে সোনাদিঘির মোর হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে বাটার মোড়ে মিছিলটি সমাপ্ত করে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এড. এরশাদ আলী ইশা
আহবায়ক বিএনপি রাজশাহী মহানগর, মামুনুর রশিদ
সদস্য সচিব বিএনপি রাজশাহী মহানগর, মোঃ মাহফুজুর রহমান রিটন আহবায়ক, রাজশাহী মহানগর যুবদল, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি সহ আরোও
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে নেতাকর্মীরা বক্তব্যে বলেন, গত ৫ জুলাই স্বৈরাচারী সরকার খুনি শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর দেশের দায়িত্ব নেয় অভ্যন্তরীণ সরকার। সেই সরকারকে আমরা সমর্থন দিয়েছি
সাথে রাষ্ট সমস্কারের জন্য সব রকম সুযোগ সুবিধা দিয়ে আসছি। এই অভ্যন্তরীণ সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছিল গত ১৫ বছরে আমাদের যেগুলো নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন
তাদের মামলা গুলি তুলে নেওয়া হবে। আশ্বাস দিলেও তারা এখন পর্যন্ত সেই কথা রাখতে পারেনাই। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। দেশনায়ক তারেক রহমান দেশবাসীর জন্য ৩১ দফা দাবি
প্রস্তাব করেছেন । সেই ৩১ দফা দাবি যদি মানা যায় তাহলে বাংলাদেশে আর কখনো কোন সরকার স্বৈরাচার হয়ে দাঁড়াতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন একটি সরকার
দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না। যদি এমন নিয়ম বাংলাদেশে শুরু হয় তবেই বাংলাদেশ থেকে দুর্নীতি সরানো যাবে , কেউ স্বৈরাচার হয়ে দেশে দাঁড়াতে পারবেনা। আমরা অভ্যন্তরীণ
সরকারকে জানাতে চাই আপনারা আমাদের ৩১ তফা দাবি মোতাবেক দেশকে পরিচালনা করুন এবং একটি সুস্থ নির্বাচন জনগণকে দিন।