দুমকিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, মিলনের লাশ ৫১ দিন পর কবর থেকে উত্তোলন।
- আপডেট সময় : ০৯:২৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিলন হাওলাদারের লাশ দাফনের ৫১ দিন পর করব থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ। বৃহস্পতিবার সকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা
গ্রামের পারিবারিক কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। জানা যায়, গত ২১ জুলাই বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হন মাছ ব্যবসায়ী মিলন
হাওলাদার। এ বিষয়ে নিহত মিলনের স্ত্রী শাহানাজ বেগম, ১৮ আগস্ট নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে
একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ন্যায়বিচারে পটুয়াখালী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত লাশ উত্তোলন করে ময়না তদন্তের আদেশে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. শাহিন মাহমুদ লাশ উত্তোলন করে পটুয়াখালী মর্গে পাঠান পোস্টমর্টেম এর জন্য।