দেওয়ানগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

- আপডেট সময় : ১০:৫২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার পানিতে ডুবে কাউসার (০৯) নামের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে।
শিশু কাউসার উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী চরপাড়া গ্রামের মো: লুৎফর রহমান এর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার ৯ জুলাই বেলা ১১ টার দিকে রাস্তায় আসতে সবার অগোচরে পা পিচঁলে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি, ১২টার দিকে কাউসারকে পানির নিচে থেকে উদ্ধার করে চর-রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্ব প্রাপ্ত ডা: শিশু কাউসার কে দেখে মৃত ঘোষণা করেন।
সরে জমিনে দেখা যায় লুৎফর রহমানের বাড়ি মেইন রাস্তা হতে বেশ কিছু দুর পুর্ব দিকে ভেতরে, বাড়ির চার পাশে বন্যার ভাসা পানি। পানি দিয়েই বুক বা কোমর পানি পেড়িয়ে রাস্তা হতে বাড়ি বা বাড়ি হতে রাস্তায় যেতে হয়।
শিশু কাউসার বন্যার পানিতে ডুবে মারা গেছে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান বাপ্পী নিশ্চিত করেন।
তিনি আরও বলেন- বন্যার পানিতে যেনো এলাকার কোন শিশু, কিশোরকে এভাবে মরতে না হয় এলাকার সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করছি।