নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার ইন মিডিয়া এন্ড কমিউনিকেশন ‘শীর্ষক সেমিনার
- আপডেট সময় : ০২:৩৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
নাইমুল ইসলাম মঈনঃ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১০ ডিসেম্বর(মঙ্গলবার) অনুষ্ঠিত হয় ‘ক্যারিয়ার ইন মিডিয়া এন্ড কমিউনিকেশন ‘শীর্ষক সেমিনার। বিবিএ অনুষদের দশম তলায় বেলা ২ ঘটিকায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা টেলিভিশন ময়মনসিংহের ব্যুরো চিফ,হোসাইন শাহীদ।এর মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন ড.জিল্লুর রহমান পল,সহযোগী অধ্যাপক,ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিস বিভাগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, ড.মোহাম্মদ আশরাফুল আলম এবং প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক মোহমদ আব্দুল করিম এবং সাবরিনা মেহরিন রাহা।
প্রধান অতিথি তার ব্যক্তিজীবনে সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরেন এবং এই পেশায় ধৈর্য ও দক্ষতা অর্জনের পরামর্শ দেন।মূল প্রবন্ধ উপস্থাপক ড.জিল্লুর রহমান পল তার দীর্ঘ বক্তব্যে মিডিয়ায় আগ্রহী শিক্ষার্থীদের সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরির সেক্টরগুলো সূক্ষ্ম ভাবে তুলে ধরেন।মিডিয়ায় ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হবে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় দিকনির্দেশনা তিনি দেন।
সেমিনারটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মিডিয়ায় কাজ করতে আগ্রহী শিক্ষার্থীরা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলো মিডিয়ায় আগ্রহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।