নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

- আপডেট সময় : ১১:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

মাশরুফা শারমিন এ্যানিঃ শনিবার (২২ মার্চ) নজরুল বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল সংলগ্ন নির্মাণাধীন ডর্মেটরির ১০ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়।নিহত সেই শ্রমিকের নাম মোহাম্মদ ইব্রাহিম(৫৫) এবং তার বাসা রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার রেলবাজার এলাকায় বলে জানা গেছে।
শিক্ষক কর্মকর্তার জন্য জন্য নির্মাণাধীন ভবনের ১০ তলা থেকে মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং তার লাশ ত্রিশাল উপজেলা কমপ্লেক্সে আছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
নির্মাণাধীন ভবনটির শ্রমিকরা অভিযোগ করেছে, শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তা সরাঞ্জাম না থাকার কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। শ্রমিকরা আরো জানায়,কয়েক দফায় নিরাপত্তা সরাঞ্জাম সরবরাহের দাবি জানিয়ে আসলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান এন.কে.টি – এন.এইচ.ই।