নবাগত পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা,বিপিএম মহোদয়ের মাগুরা জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ
- আপডেট সময় : ০৭:০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা ,বিপিএম মহোদয় মাগুরা জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
নবাগত পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম মহোদয় মাগুরা জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস মাগুরা বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে
শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা; জনাব এস এম মোবাশ্বের হোসাইন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরা জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ
সুপার(সদর সার্কেল), জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ জেলা পুলিশ মাগুরার উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।