নবীনগরে কুড়িঘর গ্রামবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
জহিরুল ইসলাম, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়। লাঠি খেলাটি উপভোগ করার জন্য নাটঘর
ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য দর্শক উপস্থিত হন।বাদ্যযন্ত্রের তালে নেচে নেচে লাঠি খেলে নানান অঙ্গ-ভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করে লাঠিয়ালরা। প্রতিপক্ষের লাঠির আঘাত
থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য দেখেন উপস্থিত দর্শকরা। দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে আরো জাঁকজমকপূর্ণ হয়ে উঠে লাঠি খেলার আসর। এই লাঠিখেলায় কুড়িঘর গ্রামের একটি লাঠিয়াল
বাহিনী দল অংশগ্রহণ করেন।লাঠি খেলায় কুড়িঘর মাঠ কমিটির সভাপতি মোঃ নান্নু মিয়ার সভাপতিত্বে ও মোঃ জাকির সরদার এর সঞ্চালণায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আমেরিকা প্রবাসী মাহি এম কাউছার। উদ্বোধক
হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ডাঃ মহি উদ্দিন মহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মেহেদী হাসান, নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল হক রুবেল, নবীনগর
উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নবীনগর থানা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক এসএম অলিউল্লাহ, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ সোহেল মিয়া, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আবু হাসান আপন, কামাল
মেম্বার আরো অনেকে।