নবীনগরে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১২:১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, হেনস্থা ও বিদ্যালয়ে আসতে বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায়
নবীনগর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি, নবীনগর উপজেলা মাধ্যমিক শাখার ব্যানারে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শিক্ষকরাও ভুলের উর্ধ্বে নই। যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে। তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তা না করে সারা দেশ সহ নবীনগর
উপজেলার জিনোদপুর, শ্যামগ্রাম, কৃষ্ণনগরে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো ও হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বক্তারা, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জোরপূর্বক অপসারিত শিক্ষকদের কর্মস্থলে ফিরিয়ে আনা
ও হেনস্থাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। মানববন্ধন শেষে আইন উপদেষ্টা বরাবর লিখিত ও দাবিসংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের নিকট হস্তান্তর করা হয়।মানববন্ধনে
বাংলাদেশ শিক্ষক সমিতি, নবীনগর উপজেলা মাধ্যমিক শাখার সদস্য সচিব ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কাওসার বেগম, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদুল আলম লিটন, ইব্রাহিমপুর
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন সাদেক, কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।