নবীনগরে সুশান্ত সরকারের হত্যার বিচার ও খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
- আপডেট সময় : ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সুশান্ত সরকার হত্যার বিচার ও খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার সময় নাসিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও নিহতের স্বজনরা মানবন্ধন কর্মসূচি পালন করেন।এসময় সত্যজিৎ দেব এর সঞ্চালণায় বক্তব্য রাখেন, শ্যামগ্রাম ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান খাঁন মাসুম, ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাবেক কৃষি কর্মকর্তা আশকর আলী,মেহেদী হাছান জালাল মেম্বার,আক্তার হোসেন মেম্বার,উসমান
মিয়া,সাবেক মেম্বার মালেক মিয়া,সৈয়দ মিয়া, নিহতের চাচা সুব্রত সরকার,আব্দুর রহিম,হুমায়ুন সরকার,আলমগীর হোসেন। এছাড়াও নিহত সুশান্ত সরকারের মা রুপালী সরকার ও স্ত্রী রুপা সরকার বক্তব্য
রাখেন৷এর পরে সুশান্ত সরকারের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মানববন্ধনে নিহত সুশান্ত সরকারের মা রুপালী সরকার ও স্ত্রী রুপা সরকারসহ বক্তারা তাদের বক্তব্যে
হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান।উল্লেখ্য: সুশান্ত একটি পুরনো মটর সাইকেল আশিকের কাছে বিক্রী করেছিলো। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করায়, এ নিয়ে সম্প্রতি
আশিকের সাথে সুশান্তের একাধিকবার ঝগড়া হয়। এরই জের ধরে আশিক রবিবার (১৮ আগষ্ট) রাতে তার দলবল নিয়ে এসে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মেঘনার পাড়ে লাশ ফেলে রেখে যায়। এই
ঘটনায় নিহত সুশান্তের মা রুপালী সরকার বাদী হয়ে ৬ জনকে আসামী করে নবীনগর থানায় মামলা দায়ের করেন৷