নবীনগরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৩০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দশম গ্রেট বাস্তবায়নের দাবীতে শতাধিক প্রাথমিক শিক্ষকদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাথমিক বিদ্যালয়
সরকারি শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ও গোপালপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে ও হুরুয়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল আহমেদ সরকারের
সঞ্চালনায় বক্তব্য রাখেন লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর মনির, চুওরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মনিরুল ইসলাম কালন,
বিদ্যাকুট পশ্চিম সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত চক্রবর্তী, বগডহর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিনা খানম, ধরাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়া প্রমুখ।
শিক্ষকরা বলেন,১০ম গ্রেড আমাদের দাবি নয়,এটা আমাদের ন্যায্য অধিকার-আমাদের কোন দল নাই, আমরা আমাদের দাবি আদায়ের জন্য সকল শিক্ষকরা মিলে আজকে রাস্তায় দাঁড়িয়ছি।