নরসিংদীতে ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
সাদ্দাম উদ্দিন রাজ-নরসিংদীর রায়পুরাতে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্পের আওতায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন” বিষয়কে সামনে রেখে ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর এলাহীর সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার ফাতেমা আক্তার নুপুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সজল চন্দ্র বর্মন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ মোশাররফ হোসেন, পিরিজ কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, পিরিজ কান্দি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম,উপ-সহকারী কৃষি অফিসার রুয়াইদা আক্তার মুক্তা,পিরিজ কান্দি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,মো:নজরুল ইসলাম মিন্টু, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড
অর্গানাইজার শরিফা আক্তার,ব্র্যাক সার্পোট এন্টারপ্রাইজের আলমগীর পাঠান, রায়পুরা উপজেলা(অব:প্রাপ্ত) পেশাজীবি মো:শহিদুল্লাহ,মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ উজ্জল মিয়া, মোশারফ হোসেন দুলাল সিংহ, আঙ্গুর মিয়া, হাবিবুর রহমান মাসুদ,সংরক্ষিত মহিলা সদস্য সম্পা বেগম,বকুল আক্তার, বিউটি রানী বিশ্বাস,মির্জাপুর ইউনিয়ন তথ্য কেন্দ্রীয় উদ্যোক্তা শফিকুল ইসলাম সবুজ,পিরিজ কান্দি বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ আলমগীর হোসেন’সহ রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী, বিদেশ ফেরত নারী ও পুরুষ অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য,সুশীল সমাজের প্রতিনিধি’সহ প্রমুখ।