নরসিংদীতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
নরসিংদীতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও প্রেসক্লাবের সহ-সভাপতি,যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি,তাজুল ইসলাম বাদল এর ৫৪ তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার(১ নভেম্বর)বিকালে উপজেলা রোড আছমত আলী ভবনে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।
সভার প্রথমেই সভাপতি স্বাগতিক বক্তব্যে যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব,কাজী নজরুল ইসলাম বাদশা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগীতা প্রদান সহ অন্যান্য আলোচ্য বিষয় তুলে ধরেন।
উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এর সঞ্চালনায় মাসিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,সম্মানিত সদস্য ইব্রাহিম খলীল,শামীমুল হক শামীম এবং মোয়াজ্জেম হোসেন প্রধান প্রমূখ।
উক্ত সভায় বক্তারা উপজেলা প্রেসক্লাবের সার্বিক বিষয় এবং দেশের বর্তমান অবস্থায় সাংবাদিকদের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য,জাকির হোসেন,হুমায়ুন কবীর,পিংকী দাস,তারেক হোসেন তালাশ,মাহমুদুল হাসান লিমন,মোবারক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে সকল সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রেসক্লাবের সভাপতির সৌজন্যে কেক কাটার মাধ্যমে যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি,অত্র প্রেসক্লাবের সহ-সভাপতি,সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম বাদল এর ৫৪ তম জন্মদিন পালন করা হয়।