নরসিংদীর মনোহরদীতে আঞ্চলিক পাকা রাস্তাগুলোর বেহাল দশা,সংস্কারের দাবী এলাকাবাসীর
- আপডেট সময় : ১০:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে আঞ্চলিক পাকা রাস্তাগুলোর বেহাল দশা,সংস্কারের দাবী করছেন সচেতন অভিভাবক ও এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের কয়েকটি আঞ্চলিক পাকা রাস্তা অবকাঠামোগত সংস্কারের অভাবে নাজেহাল অবস্থায় পড়ে রয়েছে।
এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার থেকে নয়াপাড়া মাঝি বাড়ী হয়ে খিদিরপুর ইউনিয়নের শিক্ষার প্রাণ কেন্দ্র হিসাবে পরিচিত খিদিরপুর বাজার পর্যন্ত আঞ্চলিক পাকা রাস্তা। যে রাস্তাটি বিগত ১০ বছর যাবৎ সংস্কারের অভাবে দিন দিন চলার অনুপযোগী হয়ে উঠেছে।
এ রাস্তাটির আরেকটি সংযোগস্থল হলো খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ্ বাজার থেকে নয়াপাড়া মাঝি বাড়ী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা। সংযোগ রাস্তাটিরও কয়েকটি স্থান ভেঙ্গে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে।
কয়েকজন সচেতন অভিভাবক সংবাদ মাধ্যমকে জানান, এ রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীরা খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়,খিদিরপুর কলেজ,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ও খিদিরপুর মডেল একাডেমীতে আসা-যাওয়া করে। সকাল ও বিকাল বেলায় রাস্তাটিতে প্রচুর জ্যাম সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের দূর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয়।
রাস্তাটি ভাঙ্গা থাকার কারণে ইতিমধ্যেই বেশকয়েকজন শিক্ষার্থী দূর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছে।
এছাড়াও খিদিরপুর বাজারে প্রতি সোমবার ভোর বেলায় পান বাজার বসে। পানচাষীরা ভোরে দূর-দূরান্ত থেকে এ রাস্তা দিয়ে পান বিক্রি করতে নিয়ে আসে। রাস্তাটি গর্তে ভরপুর থাকায় তাদেরও পান নিয়ে আসা অসুবিধে হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান পানচাষী ও ব্যবসায়ীরা।
এলাকাবাসীর দাবীর ভিত্তিতে রাস্তাটি সংস্কার নিয়ে বেশকয়েকটি পত্রিকায় প্রতিবেদন হলেও এখনো পর্যন্ত কোন সুরাহা না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করছে।
এমতাবস্থায় সচেতন অভিভাবক ও এলাকাবাসী রাস্তাটি সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা,সড়ক ও
যোগাযোগ উপদেষ্টা এবং সড়ক ও জনপদ বিভাগ নরসিংদীর হস্তক্ষেপ কামনা করছে।