নান্দাইলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।।
- আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ০৯, নান্দাইল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) -এর মনোনয়ন প্রত্যাশী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, ইয়াসের খান চৌধুরীর পক্ষে নান্দাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ( ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩ নং নানাদাইল ইউনিয়নের দাতারাটিয়া বাজারে উক্ত ইউনিয়নের ১ নং ও ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদুল্লাহ ফকিরের সভাপতিত্বে ও যুবদল নেতা স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি সদস্য রফিকুজ্জামান ভূইয়া মনি।
এসময়ে আরও বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা ছাত্রদল আহ্বায়ক বাবুল আহাম্মেদ অনিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান বাবু, যুবদল নেতা ফজলুল হক, পৌর ছাত্রদল নেতা ইমরান সরকার প্রমুখ।
বক্তব্যে প্রধান অতিথি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় বক্তব্যে উপজেলা ছাত্রদল আহ্বায়ক বাবুল আহমেদ অনিক বলেন, ময়মনসিংহ ০৯, নান্দাইল আসনে ইয়াসের খান চৌধুরীর বিকল্প নেই