নান্দাইলে সাত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।।
- আপডেট সময় : ০৬:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
নান্দাইল( ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি দল। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নান্দাইলের বিভিন্ন
স্থান থেকে তাদের গ্রেপ্তার করে নান্দাইল মডেল থানায় সোর্পদ করে যৌথবাহীনী।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান ৬২) , সাবেক পৌর মেয়র, নান্দাইল পৌর আওয়ামী লীগের সভাপতি
রফিক উদ্দিন ভূইয়া(৬৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী জহিরুল ইসলাম ভূইয়া (৪০), মো. চাঁন মিয়া (৪৪), নান্দাইল পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হাসান জনি (৪৩),
আওয়ামীগ কর্মী আনিস উদ্দিন (৩২), ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুল ইসলাম নাঈম (৪৩)।
ময়মনসিংহ সদর কোতোয়ালি থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, চলতি মাসে প্রথম দিকে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাদের আদালতে সোপর্দ করা
হয়েছে।