নান্দাইলে ৪ ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়েছেন ছাত্র-জনতা
- আপডেট সময় : ০৮:৪৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ অফিসে রোববার (২৫ আগস্ট) উত্তেজিত ছাত্র জনতা তালা লাগিয়ে দিয়েছে। উপজেলার আওয়ামী সমর্থিত মোয়াজ্জেমপুর, নান্দাইল, চন্ডীপাশা ও
আচারগাঁও ইউনিয়ন পরিষদে এই তালা লাগানো হয়। এসময় উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ইউনিয়ন পরিষদ অফিসে উপস্থিত ছিলেন না। ইতি পূর্বে ১০নং শেরপুর ইউনিয়ন পরিষদে তালা লাগানো
হয়েছিল। ৬নং রাজগাতী ইউনিয়ন পরিষদের কোন নিজস্ব ভবন না থাকায় উক্ত ইউনিয়ন পরিষদে জনতা তালা লাগাতে পারছে না। উল্লেখিত ইউনিয়ন পরিষদ কার্যালয়গুলোতে তালা লাগানোর ফলে জনগনের
বিভিন্ন কাজের অসুবিধা হবে বলে নেতৃবৃন্দরা জানান। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল তালা লাগানোর বিষয়টি জেনেছেন এবং ২৫ আগস্ট উপজেলার ১৩ ইউনিয়নের ইউপি সচিবদের নিয়ে
নির্বাহী অফিসারের কার্যালয়ে দীর্ঘ সময় সভা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়েজুর রহমান উপস্থিত ছিলেন। ইউএনও ও ইউপি সচিবদের কি প্রকার দিক নিদের্শনা দিয়েছেন তা জানা যায়নি।
কয়েকজন ইউপি সচিবের নিকট মিটিং বিষয়টি জানতে চাইলে তারা কোন মন্তব্য করেননি।