নারায়ণগঞ্জ আড়াইহাজারে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
- আপডেট সময় : ০৮:০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজারের শিবপুর এলাকার মো. সিফাতের (২২) নামে এক যুবকের বাড়ি থেকে আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। এসময় ১৪টি শর্ট গান বুলেট, একটি শর্ট গান ব্যারেল, একটি পুলিশ সানগ্লাস ও
একটি পুলিশ রিফ্লেক্টর (লাইট)- উদ্ধার করে সেনাবাহিনী। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি আড়াইহাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করার খবর পেয়েছি। পুলিশ সদস্যরা কাজ করছে। সম্পূর্ণ আপডেট পাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।