পাকুন্দিয়ায় বিএনপি অবস্থান কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৩:৫৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে পাকুন্দিয়া অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ ১৫ আগষ্ট বুধবার দুপুর
১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা ঈদগাঁ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ
নেন। কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ জালাল উদ্দিন, শরীফ,তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, মোঃকামাল উদ্দিন, আবদুছ
ছাত্তার, পৌর বিএনপি’র সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল
আলম। বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের নির্দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে। খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচার, বিগত ১৫ বছরে দেশে নির্বিচারে
গুম ও খুনের বিচার করতে হবে।
শেখ হাসিনাসহ এখনো যারা ফ্যাসিবাদি শাসনের পক্ষে আছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।