প্রতিমা বিসর্জনের যাত্রীদের মাঝে যুবদলের পানি বিতরণ
- আপডেট সময় : ০১:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। ৫ দিনব্যাপী এই উৎসবে বিজয়া দশমীর দিনে ভক্তরা নেচে-গেয়ে, ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে বিদায় জানান দেবী দুর্গাকে। প্রতিমা বিসর্জনের জন্য যাওয়া
সনাতন ধর্মাবলম্বীদের নেচে গেয়ে পথযাত্রায় ক্লান্ত হয়ে পড়া যুবকদের জন্য মূলত এই পানি বিতরণ। যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবির উদ্যোগে এ আয়োজন করে রাজশাহী মহানগর যুবদল।
১৩ অক্টোবর ২০২৪ (বরিবার) বিকাল ৫ টা থেকে শুরু হয় রাজশাহী মহানগরীর আলুপট্টি ও সাগর পাড়ায় স্টল তৈরি আর বিশুদ্ধ পানি নিয়ে আসার কর্মসূচি। নগরীর আলুপট্টির বুথে নেতৃত্ব দেন যুবদলের সদস্য
সচিব মোঃ রফিকুল ইসলাম রবি ও যুবদলের নেতাকর্মীর। সাগরপড়ার বুথটি নেতৃত্ব দেন যুবদলের সদস্য মো: জুয়েল রানা ও তার সহকর্মীরা। শুধু প্রতিমা বিসর্জনের যাত্রীদের নয় আলুপট্টি থেকে সাগরপাড়া মেইন
রাস্তার পাশে এলাকাবাসি নাচ গান দেখার জন্য আসা দর্শনার্থীদের মাঝেও পানি বিতরণ করেন রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীর। তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঙ্গ দিয়ে
পানি বিতরণ সফল করেন।
ষষ্ঠী তলা পূজা কমিটির স্বপন হাওলাদার বলেন, আমাদেরকে পুঁজা ষষ্ঠী তলা নিউমার্কেট থেকে নেচে পায়ে হেঁটে কুমারপাড়া নদীর পাড়ে নিতে হয়। এমনি গরম তারমধ্যে নাচ গানে শরীলের অবস্হা খারাপ এ সময়
পানি পাওয়া মানে অনেক কিছু যা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয় । অনেক অনেক ধন্যবাদ বিএনপির সকল নেতাকর্মীদের এমন মহৎ একটা উদ্যোগ নেওয়ায়। ভগোমানের কাছে আশীর্বাদ চাই আপনারা যেনো
প্রতি বছর এমন উদ্যোগ নিতে পারেন ।