ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক ইজারায় নদী দখল ; অবৈধ পন্থায় বালু উত্তোলন।। নান্দাইলে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মামুনের মতবিনিময় সভা চির অবিশ্বাসী নারীচির অবিশ্বাসী নারী নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৯ বছরেও চালু হয়নি ঢাকামুখি যান চলাচল নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৯ বছরেও চালু হয়নি ঢাকামুখি যান চলাচল ভৈরব পঞ্চবটীতে প্রতিবেশীর বাসার ওয়্যারড্রোবে মিললো নিখোঁজ শিশুর মরদেহ ভৈরবে কার্ভার ভ্যান ও সিএনজির সংঘর্ষে ৫ জন নিহত তাড়াইল উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের কমিটি অনুমোদন । রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা ধনবাড়ীতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রথমবারের মতো চাঁদের অদেখা অংশ থেকে মাটি নিয়ে আসল চীন

তানভীর ওয়াহিদ রবিন
  • আপডেট সময় : ০৫:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

চ্যাংই-৬ কর্তৃক আনা চাঁদের পাথর

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণমেরু থেকে মাটি ও পাথর নিয়ে আসল চীন। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর নভোযান চ্যাং ই-৬ চাঁদের দক্ষিণমেরু থেকে নমুনা মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে অবতরণ করতে সক্ষম হয়। গত মঙ্গলবার মঙ্গোলিয়ার একটি মরুভূমিতে অবতরণ করে নভোযানটি।

এ প্রসঙ্গে চায়না বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ববিদ লিং শিয়াও নিউইয়র্ক টাইমসে বিবৃতি দেন, “চ্যাংই-৬ মিশন হচ্ছে মানবসভ্যতার ইতিহাসে প্রথম মিশন যা পৃথিবী থেকে চাঁদের অদেখা অংশ থেকে নমুনা নিয়ে আসতে পেরেছে। এটা নিশ্চয়ই বিজ্ঞানজগতে এক গুরুত্বপূর্ণ ঘটনা।“ লিস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞানের প্রভাষক মার্টিন বার্সট্রো বলেছেন, “এটি চীনের জন্য একটি বড় অর্জন। চাঁদ থেকে যে কোনো নমুনা সংগ্রহ খুবই কঠিন। দূরবর্তী অঞ্চল থেকে এটি আরও কঠিন। যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন।

উল্লেখ্য, গত ৩ মে চ্যাংই-৬ মহাকাশযানটি চাঁদের মাটি আনতে দক্ষিণ চীন থেকে রওনা দেয়। তারপর ২ জুন এটি সফলভাবে চাঁদের বুকে অবতরণ করে। চাঁদের যে প্রান্তে এটি অবতরণ করে, তা কখনোই পৃথিবী থেকে দেখা যায় না। চীনে মহাকাশ সংস্থার চেং-৬ মিশনের ল্যান্ডারটি দুই দিন সময় নিয়ে চাঁদের সবচেয়ে পুরোনো এবং বড় গর্ত থেকে মাটি ও পাথর সংগ্রহ করে। এসব মাটি সংগ্রহ করতে ব্যবহার করা হয় ল্যান্ডারটিতে থাকা রোবটের হাত ও ড্রিল মেশিন।

এরপর চাঁদের পৃষ্ঠতল থেকে ল্যান্ডারটিকে অরবিটারের সঙ্গে আবারও সংযুক্ত করা হয়। সবকিছু সম্পন্ন হওয়ার পর পৃথিবীর দিকে নিয়ে আসা হয় নভোযানটিকে।

এর আগে যুক্তরাস্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদের বুক থেকে পৃথিবীতে মাটি ও পাথর নিয়ে এসেছিল । কিন্তু চীনই প্রথম চাঁদের দক্ষিণমেরু থেকে মাটি আনতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রথমবারের মতো চাঁদের অদেখা অংশ থেকে মাটি নিয়ে আসল চীন

আপডেট সময় : ০৫:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণমেরু থেকে মাটি ও পাথর নিয়ে আসল চীন। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর নভোযান চ্যাং ই-৬ চাঁদের দক্ষিণমেরু থেকে নমুনা মাটি ও পাথর নিয়ে পৃথিবীতে অবতরণ করতে সক্ষম হয়। গত মঙ্গলবার মঙ্গোলিয়ার একটি মরুভূমিতে অবতরণ করে নভোযানটি।

এ প্রসঙ্গে চায়না বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ববিদ লিং শিয়াও নিউইয়র্ক টাইমসে বিবৃতি দেন, “চ্যাংই-৬ মিশন হচ্ছে মানবসভ্যতার ইতিহাসে প্রথম মিশন যা পৃথিবী থেকে চাঁদের অদেখা অংশ থেকে নমুনা নিয়ে আসতে পেরেছে। এটা নিশ্চয়ই বিজ্ঞানজগতে এক গুরুত্বপূর্ণ ঘটনা।“ লিস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞানের প্রভাষক মার্টিন বার্সট্রো বলেছেন, “এটি চীনের জন্য একটি বড় অর্জন। চাঁদ থেকে যে কোনো নমুনা সংগ্রহ খুবই কঠিন। দূরবর্তী অঞ্চল থেকে এটি আরও কঠিন। যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন।

উল্লেখ্য, গত ৩ মে চ্যাংই-৬ মহাকাশযানটি চাঁদের মাটি আনতে দক্ষিণ চীন থেকে রওনা দেয়। তারপর ২ জুন এটি সফলভাবে চাঁদের বুকে অবতরণ করে। চাঁদের যে প্রান্তে এটি অবতরণ করে, তা কখনোই পৃথিবী থেকে দেখা যায় না। চীনে মহাকাশ সংস্থার চেং-৬ মিশনের ল্যান্ডারটি দুই দিন সময় নিয়ে চাঁদের সবচেয়ে পুরোনো এবং বড় গর্ত থেকে মাটি ও পাথর সংগ্রহ করে। এসব মাটি সংগ্রহ করতে ব্যবহার করা হয় ল্যান্ডারটিতে থাকা রোবটের হাত ও ড্রিল মেশিন।

এরপর চাঁদের পৃষ্ঠতল থেকে ল্যান্ডারটিকে অরবিটারের সঙ্গে আবারও সংযুক্ত করা হয়। সবকিছু সম্পন্ন হওয়ার পর পৃথিবীর দিকে নিয়ে আসা হয় নভোযানটিকে।

এর আগে যুক্তরাস্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদের বুক থেকে পৃথিবীতে মাটি ও পাথর নিয়ে এসেছিল । কিন্তু চীনই প্রথম চাঁদের দক্ষিণমেরু থেকে মাটি আনতে সক্ষম হয়।