ফুলপুরে কৃষক সাইফুল ইসলাম এর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:২৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কৃষক সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোমবার (২সেপ্টেম্বর) বিকাল৫-৩০ মিনিটে ফুলপুর গোল চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে নিহত
শহীদ সাইফুল ইসলামের পরিবারের লোকজন, ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন ।এ সময় বক্তারা গত ২০ শে জুলাই ফ্যাসীবাদী স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইফুল
ইসলাম কে পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করায় ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান এর ফাসি চান।সেই সাথে সেই দিন ্ফুলপুর ুউপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যারা অস্ত্র নিয়ে সাধারণ ছাত্র জনতার উপর আক্রমণ চালায়
তাদের সকলের বিচার দাবি করেন। এ সময় নিহত সাইফুল ইসলামের ভাই আব্দুল্লাহ সেদিনের ঘটনা বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।তিনি বলেন সেই দিন আমি ও আমার ভাই আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে এসেছিলাম কিন্তু
হঠাৎ পুলিশ ও আওয়ামীলাগ ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে এ সময় হঠাৎ একটি গুলি এসে আমার ভাই সাইফুল ইসলামের মাথায় লাগে সাথে সাথে সে মাটিতে ঢলে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে
হাসপাতালে নিতে চাইলে রাস্তায় তার মৃত্যু হয় । পরে সাইফুল ইসলামের বড় ভাই নিহত সাইফুলের হত্যার বিচারের জন্য সকলের সহযোগিতা চান। মানববন্ধন শেষে বক্তাগণ বলেন দ্রুত সময়ের মধ্যে যদি এ সকল আসামিদেরকে গ্রেপ্তার করে
বিচারের আওতায় না আনা হয় তাহলে আমরা ফুলপুরে সাধারণ জনতা কে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। যতদিন পর্যন্ত সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো।