ফুলপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১০:১৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
ফুলপুর, (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রপসী ইউনিয়নের উত্তর ঘোমগাও গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ আল শাফিন (৬) নামের এক শিশু মৃত্যু বরণ করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। মৃত্যু শাফিন উত্তর ঘোমগাও গ্রামের তৈয়ব উদ্দিনের ছেলে। তৈয়ব আলী এর দুই সন্তান এক ছেলে এক মেয়ের মধ্যে শাফিন ছিল ছোট সন্তান। প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায় বৃহস্পতিবার (২২
আগস্ট) দুপুর ৩ ঘটিকার সময়। তৈয়ব আলী বাড়ির পাশে খরিয়া নদীতে মাছ মারার জন্য নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়ার সময় ছেলে শাফিন ও ভাতিজা হুজায়ফা কে সাথে নিয়ে যায়। নদীর কাছে গিয়ে
ছেলেদেরকে নদীর পাড়ে রাস্তায় দাড় করিয়ে রেখে যায়। কিছুক্ষন পর ছেলেদের রাস্তায় দেখতে না পেয়ে তার বড় ভাই আজিজুর রাহিমকে জিজ্ঞেস করে দেখতো ছেলে গুলো পানিতে পড়ে গেছে কিনা তার পর
আজিজুর রাহিম দেখতে পায় রাস্তার পাশের খাদে এক বাচ্চার পা দেখা যাচ্ছে। পরে সে চিৎকার করলে পাশে থাকা লোকজন এসে তাদের উদ্ধার করে। উদ্ধার করার পর দেখা যায় ঘটনা স্থলেই মারা যায় শাফিন।
মুমূর্ষু অবস্থায় শিশু হুজাইফাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়।
Real Estate I do not even understand how I ended up here, but I assumed this publish used to be great