ফুলপুরে ভাইটকান্দি বাজার রোডে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি :কর্তৃপক্ষের সুনজর প্রয়োজন
- আপডেট সময় : ০২:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি বাজার রোডে অগ্রণী ব্যাংক সংলগ্ন পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
ফলে এসব রাস্তা দিয়ে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিন ধরে সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় পাকা সড়ক ভেঙে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় সড়ক ব্যবহারকারী হাজার হাজার পথচারী ও যানবাহনসহ যাত্রী সাধারণের।এমনকি প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন ।এসব রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোটবড় অসংখ্য গর্ত। মোটর সাইকেল, ইজিবাইক ও অন্য ছোটবড় যানবাহনগুলো চলছে হেলে দুলে। স্কুল পড়ুয়া একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হলে এই একমাত্র সড়কটি ব্যবহার করতে হয়। ভয় লাগে। ময়লা পানি ছিটকে এসে ড্রেস নষ্ট হয়ে যায়। হাটাচলা করা যায় না। পানির নিচে গর্তের মধ্যে রিকশার চাকা পড়ে উল্টে যায়। প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সবাইকে। বিষয়টির প্রতি নজর দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসী