ফুলপুরে ভারতীয় ১৬৬ বস্তা অবৈধ জিরা সহ আটক ২
- আপডেট সময় : ০৮:৪৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা চোরাকারবারির ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত জিরা ট্রাকে করে হালুয়াঘাট থেকে
ঢাকায় নিয়ে যাওয়ার সময় ফুলপুর থানা পুলিশের হাতে ১৬৬ বস্তা জেরা ভর্তি ট্রাক সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলামের দিক নির্দেশনায় ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদীর
তত্ত্বাবধায়নে কোন সূত্রে সংবাদ পেয়ে ফুলপুর থানার পুলিশের একটি বিশেষ চৌকস টিম, এস আই সবুজ মিয়া, এসআই ফরহাদ আল মামুন, সহ
সঙ্গীও ফোর্স। ফুলপুর পৌর এলাকার কিলো -১০ রাত্রিকালীন ডিউটিতে তো থাকার সময়, ফুলপুর গোল চত্তরের উত্তর পাশে মুজাদ্দেদিয়া প্রিন্টার্সের
সামনের রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে একটি রাত আটক করে। যাতে তল্লাশি করে ১৬৬ বস্তা জিরা পাওয়া যায়।যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ
টাকা। জিরা সহ গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ১।মোঃ আমিন উল্লাহ (২৫)মনসুর আলী, মাথা মনোয়ারা খাতুন,
গ্রাম :আকন পাড়া থানা:হালুয়াঘাট জেলা :ময়মনসিংহ, ২।ইমন মিয়া (২১)
পিতা: মিলন মিয়া গ্রাম: জয়রামকুরা থানা: হালুয়াঘাট জেলা:ময়মনসিংহ। পরে তাদের নামে ময়মনসিংহের ফুলপুর থানায় এফআইআর নং -২৪
তারিখ ২৪সেপ্টেম্বর ২০২৪ জি আর নং -২০৬ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ ঘটিকার সময়, ধারা ২৫ B (1) (b)25 D the powers Act 1974 রুজু
করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাক সহ জিরা আটক করে
থানায় রাখা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।