ফুলপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:৪৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
ফয়জুর রহমান ,ফুলপুর প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার
সময় ফুলপুর গোল চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিকাল ৩ ঘটিকার সময় ফুলপুর উপজেলার জাতীয় শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলপুর বাস স্ট্যান্ড শেরপুর রোড গোল চত্তরমোড়ে সভা স্হলে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান এর সভাপতিত্বে, প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, ময়মনসিংহ ২ ফুলপুর,
তারাকান্দা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আলহাজ্ব আবুল বাশার আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কুদরত আলী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির
সদস্য আজমাদ সরকার,৪নং সিংহেস্বর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন তালুকদার
, উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা যুবদলের সহ সভাপতি মোতালেব হোসেন শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, খালেদ মোশাররফ শহীদ, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, পৌর যুবদল
নেতা নবী হোসেন, বিল্লাল হোসেন,।
কৃষক দলের উপজেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ
সম্পাদক আবুল হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাদী আকন্দ সানোয়ার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হোসেন, প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল ও পৌর যুবদল, কৃষক দল, ছাত্রদল, সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেত্রী বৃন্দ এবং জনতার একাংশ