সংবাদ শিরোনাম ::
ফুলপুরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮৬ জনের নামে হত্যা মামলা দায়ের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে কৃষক সাইফুল ইসলাম (৩৫) হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার। জানা যায় গত বৃহস্পতিবার নিহত সাইফুল ইসলামের পিতা মোঃতৈয়ব আলী (৬৮)বাদী হয়ে ময়মনসিংহের
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। উক্ত মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৮৬ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য গত ২০ জুলাই ফুলপুরে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে
উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ডাকির কান্দা গ্রামের সাইফুল ইসলাম (৩৫)গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কৃষক সাইফুল ইসলাম সেদিন পৌরসভার আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে এসেছিলেন।