ফুলপুরে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে রবিবার (১)সেপ্টেম্বর সন্ধ্যা ৭ঘটিকার সময় ফুলপুর উপজেলাধীন শেরপুর রোডস্থ হাজী কমিউনিটি সেন্টারে ফুলপুর উপজেলা বি এনপির এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোতাহার হোসেন তালুকদার।এ সময় তিনি গত ৫ আগস্ট হতে এ পর্যন্ত দলীয় কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন গত
৫আগস্টের পর আমেদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের জান মাল রক্ষায় রাজপথে ছিলাম। বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। বাজারের ব্যবসায়ীদের
দোকান পাটের নিরাপত্তায় কাজ করেছি। তিনি আরো বলেন আমাদের নাম নিয়ে যদি কেউ চাঁদাবাজি করে তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না এ ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর হুশিয়ারি দিয়েছেন। কেউ যাতে বি এনপির
নাম ভাঙ্গিয়ে কেউ কোন অরাজকতা না করতে পারেন সেই বিষয়ে সাংবাদিকদের সহোযোগিতা কমনা করেন।আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আসন্ন দুর্গাপূজাতে আমরা বিভিন্ন মন্দিররে পাহারার জন্য টিম তৈরি
করে দিব।তারা হিন্দুদের পূজা নির্বিঘ্নে যাতে পালন করতে পারে সে বিষয়ে আমাদের লোকজন সর্বোচ্চ সহযোগিতা করবে। উক্ত সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।