ফুলপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসারকে ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা
- আপডেট সময় : ১১:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমাকে ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রধান, ও
মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত মতবিনিময় সভায় ফুলপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ সংবাদ ফুলপুর উপজেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আতিক এর সঞ্চালনায় এবং
ফুলপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ফুলপুর উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন এর সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার সহকারী
কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক।
সাংবাদিক বৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন, ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন, (আজকের কাগজ) সহ সভাপতি ক্বারী সুলতান আহমাদ, ( দৈনিক জাহান) আতিকুল ইসলাম
আতিক, ( দৈনিক স্বদেশ সংবাদ) গোলাম মোস্তফা, (দৈনিক কালবেলা), মো: বাহার উদ্দিন, (দৈনিক ঢাকা টাইমস), তপু রায়হান রাব্বি ( দৈনিক বিজয়) সেলিম রানা (দৈনিক প্রতিদিনের সংবাদ)
জুয়েল রানা ( দৈনিক অপরাধ অণুসন্ধান), মাসুদ রানা (দৈনিক খবর পত্র) রুমি আক্তার (বিবিসি বাংলা) নুর হোসেন খান (দৈনিক শীর্ষ খবর), রবিউল হক বাবু ( দৈোললললবাংলাদেশ সকাল) উজ্জ্বল
চৌধুরী (( অপরাধ অণুসন্ধান) আহমেদ নয়ন(অপরাধ অণুসন্ধান), আকিকুল ইসলাম (সাপ্তাহিক পরিধি) ফয়জুর রহমান(দৈনিক দিনের কন্ঠ) ইকবাল হুসাইন (দৈনিক পরিবার)মফিদুল
ইসলাম(ডেইলি এশিয়ান এইজ),এম এ মোতালেব (দৈনিক জবাবদিহি),হাকিম এইচ এম শামীম (দৈনিক পরিবর্তন) শরিফুল ইসলাম শরীফ( দৈনিক ক্রাইম তালাশ), লোকমান হুসাইন (সাপ্তাহিক
পরিধি) প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন আপনারা সাংবাদিকগন হলেন সমাজের দর্পন আপনারা সমাজের অবহেলিত মানুষের অধিকার নিয়ে
লিখবেন, সমাজের বাস্তব চিত্র গুলো আপনাদের লিখনির মাধ্যমে তুলে ধরবেন,। আমি আপনাদের ফুলপুর উপজেলা জনগনের ইউএনও হিসাবে কাজ করতে চায়,। এ ব্যাপারে আপনাদের
আন্তরিক সহযোগিতা কামনা করি।