ফুলপুর রুপসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বহিষ্কারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
ময়মসিংহের ফুলপুর উপজেলার রুপসী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক চন্দ্রদাস ও ১০ম শ্রেনির শিক্ষার্থী লাভলী আক্তার কে বহিষ্কারের দাবীতে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার ২২সেপ্টেম্বর বিকাল ৩টায় ফুলপুর বাসস্ট্যান্ড গোলচত্তর মোড়ে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান,গত মঙ্গলবার রুপসী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দশম শ্রেণীর শিক্ষার্থী লাভলী আক্তার এর মাঝে অনৈতিক
কর্মকান্ডের পর শিক্ষক কয়েক দিন যাবত বিদ্যালয়ে অনুপস্থিত।
রুপসী উচ্চ বিল্যালয়ের প্রধান শিক্ষক সবুজ মাস্টারের নিকট ছাত্রী শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের অভিযোগ করে বহিষ্কারের দাবীকরলেও প্রতিক্রিয়া না-পেয়ে। ছাত্র ছাত্রীরা প্রায় একঘন্টা সময় মানববন্ধন করেন।পরে ফুলপুর উপজেলা নির্বাহী
অফিসার বরাবর শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করলে।ইউএনও ১৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।তদন্ত রিপোর্টের পর ব্যবস্থা গ্রহন করাহবে বলে জানিয়েছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। এ-সময়
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, সহ বিভিন্ন পিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিতি ছিলেন।