সংবাদ শিরোনাম ::
বাউফলে সত্তরোর্ধ্ব বৃদ্ধের লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
দুমকি উপজেলা (পটুয়াখালী:) প্রতিনিধি :পটুয়াখালীর বাউফলে আঃ রাজ্জাক খলিফা (৭২) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার(৩১ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।
আঃ রাজ্জাক উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির মৃত. তোজম্বর খলিফার ছেলে।
নিহত আঃ রাজ্জাক খলিফার ছেলে মোঃ জাহাঙ্গীর খলিফা জানান, তার বাবা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার তিনি নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন কালাইয়া নৌ ফাঁড়ির পুলিশ একটি লাশ উদ্ধার করেছে।
এরপর ফাঁড়িতে গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।