সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
Uncategorized
বিদ্রোহের উপমা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
________ তফিল উদ্দিন মণ্ডল
মন যদি আচ্ছন্ন হয় সঙ্গত দ্রোহের কালো মেঘে
তবু থাকি চুপটি করে ঘরের কোণে।
আজকাল বিদ্রোহ করতে নেই, তা সে যতই অন্যায় হোক
তুমি ইচ্ছেমত অন্যায় করো, তোমার গণতন্ত্রই গণতন্ত্র
যেহেতু সেটা তোমার ইচ্ছার বাহন।
তুমি আমার রক্তমাংস শোষণ করো, সে তোমার অধিকার
আমি প্রতিবাদের অনধিকারে আত্মরক্ষায় অসহায়।
আকাশের সীমানা নেই, আমার সহনশীলতার সীমা আছে,
মানুষ কখনও ধরণীর মত সর্বংসহা হতে পারে না
তাই তো আগ্নেয়গিরি বিদ্রোহের উপমা।