ব্রাহ্মনবাড়িয়া অনার্সের কেন্দ্র স্থানান্তরের দাবীতে মানব বন্ধন
- আপডেট সময় : ০৭:৪৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) তথা অনার্সের চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবীতে নবীনগর সরকারি কলেজের অনার্সের ৮টি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় নবীনগর উপজেলা পরিষদ রোড সংলগ্ন প্রেসক্লাব চত্বরে নবীনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্তী শুভর পরিচালনায়।মানববন্ধনে বক্তব্য রাখেন, নবীনগর সরকারি কলেজে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক,আরিফুল ইসলাম রুবেল, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী কামরুল হাসান ইকরাম, বাংলার শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান,ইসলামের ইতিহাসের শিক্ষার্থী মো. নাসিম, ইংরেজির শিক্ষার্থী কামরুল হাসান,হিসাববিজ্ঞানের শিক্ষার্থী কানিজ ফাতেমা মিম, নাদিশা আলম প্রমুখ।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) তথা অনার্সের ৮টি বিভাগের প্রায় ১৪০০ শিক্ষার্থী অধ্যনয়রত আছি এবং আমাদের প্রায় ৯০ শতাংশ মেয়ে শিক্ষার্থী। আমাদের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগর সদর থেকে ২৬ কিলোমিটার দূরবর্তী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। ফলে, প্রাকৃতিক দুর্যোগ, অতিরিক্ত ভাড়া নেওয়া এবং মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা সহ চরম দুর্ভোগ শিকার হয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হয়। যদি স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি নবীনগর মহিলা কলেজে স্থানান্তর করা হয়। তাহলে আমাদের দুর্ভোগ লাঘব হবে এবং আমরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারব।এ সময় উপস্থিত শিক্ষার্থীরা অনার্স চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র নবীনগরে স্থানান্তরের জোর দাবী জানায়।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর নিকট একটি স্মারক লিপি হস্তান্তর করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের দাবীর বিষয়ে অবগত হয়েছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।